Saturday, April 23, 2011

অজানা ভাবনা, অজানা গন্তব্য

এখন গভীর রাত, চারিদিকে অন্ধকার,
কোথাও কোনো শব্দ নেই,
মাঝে মাঝে মৃদু শব্দ ভেসে আসছে,
হেটে হেটে রাস্তায় এলাম।
ভিন্ন একটা শহর মনে হচ্ছে,
এটাই কি সেই শহর?
যেখানে নিরবতার মৃত্যু হয়েছে?
ভাবতে থাকলাম,
ভাবতে ভাবতে ক্লান্ত আমি,
অনেক ভাবলাম।

ঘুরে ফিরে দেখলাম,
অনেক্ষণ ঘুরলাম,
কি খুজছি আমি?
কেনইবা খুজছি?
আর কাকেই বা প্রশ্ন করছি?
এখানে তো উত্তর দেওয়ার কেউ নেই।
আবারো ভাবতে থাকলাম,
বুঝতে চেষ্টা করলাম,
আমি কি জেগে আছি?
নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি?
আর যদি স্বপ্নই হয়,
তবে কেনইবা এই স্বপ্ন দেখছি?

রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি,
আবার ভাবতে লাগলাম,
এটাই কি সেই রাস্তা নয়,
যার এপার থেকে ওপার যেতে
লেগেযেত অনেকটা সময়?
তখন আবার ভাবলাম,
আমি কি সেই শহরেই আছি?

এটা রাতের শহর,
চারিদিকে চুপচাপ নিরবতা।
আবার মনে প্রশ্ন জাগল,
শহর কে প্রশ্ন করতে ইচ্ছে হল:
এ তোমার কেমন রূপ?
তুমি তো এতো চুপ থাকো না?

আবার ভাবতে থাকলাম,
ধীর পায়ে হেটে হেটে ভাবলাম,
তারপর...

আজ আমার কি হয়েছে?
রাতের রাস্তার মতো
কেন আমি নিরব?
কোনো উত্তর খুঁজে পাইনি।
তারপরও হাটতে থাকলাম,
শূণ্য রাস্তার মাঝদিয়ে,
অজানা গন্তব্যের দিকে।

Sunday, February 21, 2010

ঘুরে ফিরে আবার এলাম

অনেক দিন পর আবার এলাম আমার ব্লগ-এ। তবে আজ বেশিক্ষণ বসবো না। একটু পর বের হব। রাতে বাসায় এসে তখন লিখব।

Saturday, May 23, 2009

My Home in Chittagong, Bangladesh

Jewel's Sweet Home

My Home in Artillery Mord, Halishahar Road, Chittagong, Bangladesh.

From: Microsoft Virtual world.

Sunday, May 17, 2009

Summer’09 Semester Has Started

Our Summer’09 Semester has just started from today (17th May 2009). It is my 8th semester out of 12 semesters. In this semester I have taken the following courses:

  1. Bangladesh Studies (3 Credits)
  2. Business System Engineering (2 Credits)
  3. Digital Signal Processing (3 Credits)
  4. Digital Signal Processing Lab  (1 Credit)
  5. Numerical Analysis (3 Credits)
  6. Numerical Analysis Lab (1 Credit)

Total Credits: 13

During this semester Sunday  is the holyday of the weekend.

Saturday, May 16, 2009

না পাওয়ার বেদনা

না পাওয়ার বেদনা
হয়তো সেটা কষ্টের
হয়তো বা কঠিন যন্ত্রণার
সে যে না পাওয়াই বেদনা।

হয়তো লাগবে একা
শূণ্য হয়ে থাকবে বসে
দূর আকাশের পানে চেয়ে
ভীষণ যে লাগবে একা।

তবুও ভেবে নেবে মন
ভাল আছে সে যখন
স্বান্তনা শুধুই এমন
ভেবে ভেবে হয়তো ক্লান্ত এ মন।

Wednesday, May 6, 2009

একা একা এই বেশ থাকা

আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে গত ২রা মে। আজ ৬ই মে। সবাই ফাইনাল পরীক্ষার পর বাড়িতে যাই ঘুরতে। অথচ আমাকে পড়ে থাকতে হচ্ছে এখনো ঢাকায় একা। বাসায় কেউ নেয়। শুধু আমি একা। তবে একা থাকতে আমার মোটেও কষ্ট হচ্ছে না। দিব্যি কেটে যাচ্ছে আমার একাকিত্ব ভরা দিন গুলো। ইচ্ছে করলে পারতাম খালার বাসায় চলে যেতে। খুব একটা দূরে নয়। আবার ইচ্ছে করলেই যেতে পারতাম বন্ধুর বাসায়। থাকতে পারতাম যতদিন ইচ্ছে ততদিন। তবুও কেন যেন খুব একা থাকতে ইচ্ছে করছে। হয়তো আরো দু'তিনদিন থাকতে হবে একা। সারাদিন যখন আমার ছাত্রকে পড়াতে যাই তখন মুখ থেকে কথা বের হয়। তাছাড়া বাকিটা সময় কথা বলার মত কেউ নেয়। কথা বলছি অবস্য তবে সেটা মুখে নয়, এইযে হাতের দশটি আঙ্গুল নড়ে চড়ে কথা বলছে। চোখ দুটো মনিটরের সাথে কথা বলছে। মাঝে মাঝে নিজের সাথে নিজেই কথা বলছি মনে মনে।


সময় কাটানোর জন্য সারাদিন পড়ে থাকি ফেইসবুক এ। অপেক্ষায় থাকি বন্ধুদের জন্য। অপেক্ষা করি কারো কমেন্টস এর জন্য। ভাল লাগে অপেক্ষা করতে। অপেক্ষার প্রতিটি প্রহর আমি কল্পনার জগতে বসে কাটাই। কিছু কিছু মানুষের জন্য অপেক্ষা করতে খুব ভাল লাগে। ভাল লাগার মানুষগুলো কখন আসবে, কখন তাদের সাথে কথা বলব, এই সব চিন্তা ভাবনা করেই আমার দিনগুলো আমি খুব ভাল ভাবেই পার করছি।


আমি মুক্ত, আমি স্বাধীন
কন্ঠে আমার মুক্তির গান,
আমি তীব্র, আমি কঠিন
তবু নদীর মত শান্ত প্রাণ।

Saturday, May 2, 2009

Spring Semester Has Just Finished

আজ(২রা মে ২০০৯) আমার Spring'09 সেমিস্টার শেষ হল। Financial & Managerial Accounting পরীক্ষার মাধ্যমে শেষ হল সেমিস্টার। ২৫শে এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষা আজ শেষ হল। আসলে ফাইনাল পরীক্ষা ২৫শে এপ্রিল থেকে শুরু হলেও গত ১১ই এপ্রিল থেকে পরীক্ষার যেন একটা বন্যা বয়ে গেল। Class Test, Assignments, Presentations, Projects, Lab Finals উফ্! এত এত পরীক্ষা কিভাবে যে দিলাম আল্লাহ-ই ভাল জানে। ৯ থেকে ১২ই এপ্রিল ২০০৯ এ যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল তাতে খুব খাটতে হয়েছিল। পড়ার এতটুকু সময় পাইনি। এমনকি আমাকে ক্লাসও মিস দিতে হয়েছিল। আর তাতেই তো যত বিপত্তি হল। ১১ই এপ্রিল ২টা Class Tests দিলাম কোনো রকম প্রিপারেশন ছাড়াই। তবুও ভালই হয়েছিল।

১৩ই এপ্রিলের পর যখন বস্তা খানিক পড়া জমে গিয়েছিল তখন তো আমি যেন আকাশ থেকে পড়লাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত Library তে পড়াশুনা করে কোনো মতে সামলে নিয়েছিলাম। মিসড ক্লাস গুলো কাভার করতেই যা একটু সমস্যা হল।

অবশেষে সেমিস্টার ফাইনাল ভালই হল। ভাল রেসাল্ট আশা করছি।

Monday, April 13, 2009

DIU-B Won 1st DIU National Debate Championship 2009

1st Daffodil International University National Debate Championship 2009 has just finished yesterday (12th April 2009). Fortunately our university (Daffodil International University - B) won the championship trophy. Also our University's another team (Daffodil International University - A) became runner-up.

Total 23 Universities from all over the Bangladesh (including public and private universities) participated in the championship.

Daffodil International University - B vs Islamic University of Technology - A; Daffodil International University - A vs Jahangir Nagar University competed in the Semi-Final round and both of our university won and competed Final round.

Guests in the Final round:
G M Qader (Minister, Ministry of Tourism) (Chief Guest);
Prof Aminul Islam (VC, Daffodil International University) (Chairman of the Final Round);
A K M Soyeb (Chairman, National Debate Federation) (Speaker);
Abdur Nur Tushar (President, Bangladesh Debate Federation) (Special Guest);
Sakil Ahmed (Channel One) (Special Guest);
Valuable persons from the debating of renowned universities as Judges and Guests
And Teachers of Daffodil International University

Thursday, April 9, 2009

DIU 1st National Debate Championship, 2009

Daffodil International University 1st National Debate Championship, 2009 (9th April, 2009 - 12th April, 2009) has started from today. Different universities from all over the country has come to this championship. About 23 universities is participating in this championship. Dhaka University, Jahangirnagar University, Jogonnath University, Khaleda Zia Medical College, Eden College, Islamic University of Technology, Chittagong University, Rajshahi University, United International University, Bangladesh Islamic University, Manarath International University and so on.

The opening is held at 10:30am and the chief guest was Mr. Suronjit Sen Gupta, MP. Aslo our VC Proffesor Aminul Islam, Pro VC Proffesor Sahajahan Mina, and other guests were in that openings.

This program is organized by Daffodil International University Debating Club (DIUDC). The Media partner of this championship are The Daily Somokal, Radio Amar, Star Campus and Channel One. Mojo is the sponsor for Bannar, Food, drinks and T-shirt of this championship.

By the way, I am member of DIUDC and in Office Management and Prize Giving Commetee of this championship.

Tuesday, March 24, 2009

Mid Term পরীক্ষা শেষ হল

আজ আমার Mid Term পরীক্ষা শেষ হল। শুরু হয়েছিল ১৮ই মার্চ, ২০০৯ এ। চার টা পরীক্ষা হল প্রতিটি ২৫ নম্বরের। সবগুলো পরীক্ষা ভালই হয়েছে। কিন্তু আজ শেষ পরীক্ষা মন মত ভাল হয়নি। অবস্য প্রস্তুতিও ভাল ছিল না। তাছাড়া এটা ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার বাইরের একটা বিষয়। ফিন্যান্সিয়াল এ্যান্ড ম্যানেজারিয়াল এ্যাকাউটিং। এটা হয়তো ২০/২২ পাব। তবে অন্য গুলোতে ২৪/২৫ পাওয়ার আশা আছে।