Friday, October 31, 2008

ঝড়ো হাওয়া

অজানা হাওয়া বয়ে চলেছে,
ক্লান্তিহীন হাওয়া বইছে,
ছন্ন ছাড়া হাওয়া,
কালো মেঘের এক অশুভ
প্রেতাত্মা আজ ভর করেছে,
শুধুই অজানায় ভেসে যাওয়া।

মরুভূমির রুক্ষ প্রান্তরে
মরিচিকার অব্যর্থ রসিকতা,
শুষ্ক তীব্র উত্তাপ,
ক্ষণে ক্ষণে তীব্র ধুলি ঝড়,
মরুভূমির অজানা ব্যকুলতা,
বয়ে চলা অভিসাপ।

দিগন্তহীন সমূদ্রেও আজ
মরুভূমির তান্ডবলীলা,
যেন তারা আপন দুটি ভাই,
উত্তাল ঢেউয়ের তীব্র রাজ
ছেড়া পালে ঝড়ো হাওয়া,
দিগ্বিদিক অজানায় ভেসে যাই।

কি লিখছি আমি এসব?
জানি না, জানি না কিছুই।
এলোমেলো একগুচ্ছ কল্পনা,
দু:স্বপ্নে আঁকা ছিন্ন অবয়ব।
হয়তো এটাই জীবন,
জীবনের ভিন্ন এক সঙ্গা।

Wednesday, October 22, 2008

My Today's Great Fault

Today I did a fault. I felt guilty for my fault.

At just before 1 pm we (Chisty, Mohua & I) got out from the lab class of Electronics II and were going to sit on chair just out side of the lab. There were many chaires to sit. Chisty was trying to sit on a chair and just that moment I pull out the chair from Chisty and the accident occured. Chisty injured in his back bone that when he had fallen. He, actually, didn't understood that I had pulled out the chair.
I, then, pulled up Chisty and made him sit on chair carefully but he moaned silently. Mohua was too much angry with me for that. At first, I laughed a little but after sometime I felt too sad for him. Then I brought him home and checked him out for injury. Then I came back to university.

From 2:30 pm, we had another class of Electromagnetic Fields and Waves. Chisty didn't attended to the class.

Monday, October 20, 2008

তোমাকেই বলছি

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
নদীর জলের শান্ত স্রোতে ভেসে,
হারিয়ে যাব অনেক দূরে শেষে,
নদীর ঢেউয়ে কাঁপবে নৌকা জোরে,
ভয়টি পেয়ে আসবে কাছে সরে।

তোমাকেই বলছে,
আমার সাথে যাবে?
অরণ্যের সেই গহিন সবুজ ঘরে,
গাইব দুজন পাখির সুরে সুরে,
শুকনো পাতায় হাঁটব কিছুক্ষণ,
মর মর ব্ধনি ভরিয়ে দেবে মন।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
সন্ধ্যে বেলার শান্ত সাগর তীরে,
ঢেউ গুলো সব ভাঙ্গবে ফিরে ফিরে,
শীতল হাওয়ায় বসব দুজন পাশে,
সূর্য তখন উঁকি দেবে আকাশে।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
শহরের এই থেকে ওই প্রান্তে সারাদিন,
রিকশায় চড়ে ঘুরব ক্লান্তিহীন।

সত্যি বলছি,
আমার সাথে যাবে?
ভালবাসার রংয়ে রঙ্গিন হব,
রঙ্গিন স্বপ্নে ঘর বাঁধব,
আসুক সেথায় হাজার রকম ঝড়,
ভালবাসার শক্তিই তখন-
করবে না তোমায় পর।

Tuesday, October 14, 2008

My Internet Life

I have come back to the Internet world again after a long time. It just little more than two months but I think it's very long time for me. Now I'll try to be regular in Internet.

More than 6 years ago, when I was first introduced myself with Internet, I didn't know anything of that even I didn't know what's the use of Internet. My friend Najmul, lives in Chittagong, introduced me with Internet and signed me up an email account skjh_jewel@yahoo.com. I use this email account still now. Using Internet that day I thought that Internet is used for downloading images, email and some ads. But gradually I invented that Internet was for all work. Music, movies, emails, images, jobs, ads even one can study through it. In word, Internet is the world of Informations.

I used Internet rarely. Sometimes I used Internet in cyber-cafe and sometimes in my friend Arman's home. With Arman I learnt more about Internet. Gmail came after few months and provided their limited services with few email account. Fortunately, I got an invitation from my friend Arman and I signed up my second email account skjh.jewel@gmail.com. And this one became my permanent email account that I still use it.

From February, 2008 I became the permanent user of Internet. But August, September, 2008 I detached from net because of changing of my home location and also because of my Semester Final. And now I'm back to the Internet world again. And want to do something creative things.

এলমেলো মনের লেখা কবিতা

দুচোখে আজ ঘুম আসে না
আকাশ পানে চেয়ে রই
মনের ঘরে ঝড় উঠেছে
কিন্তু
চুপচাপ সে সবই সয়।

মনকে আমি অনেক বোঝায়,
রঙিন স্বপ্নে মনকে সাজায়,
নতুন সুরে দুনিয়াটাকে,
ভালবাসার রঙে রাঙায়।