Saturday, April 23, 2011

অজানা ভাবনা, অজানা গন্তব্য

এখন গভীর রাত, চারিদিকে অন্ধকার,
কোথাও কোনো শব্দ নেই,
মাঝে মাঝে মৃদু শব্দ ভেসে আসছে,
হেটে হেটে রাস্তায় এলাম।
ভিন্ন একটা শহর মনে হচ্ছে,
এটাই কি সেই শহর?
যেখানে নিরবতার মৃত্যু হয়েছে?
ভাবতে থাকলাম,
ভাবতে ভাবতে ক্লান্ত আমি,
অনেক ভাবলাম।

ঘুরে ফিরে দেখলাম,
অনেক্ষণ ঘুরলাম,
কি খুজছি আমি?
কেনইবা খুজছি?
আর কাকেই বা প্রশ্ন করছি?
এখানে তো উত্তর দেওয়ার কেউ নেই।
আবারো ভাবতে থাকলাম,
বুঝতে চেষ্টা করলাম,
আমি কি জেগে আছি?
নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি?
আর যদি স্বপ্নই হয়,
তবে কেনইবা এই স্বপ্ন দেখছি?

রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি,
আবার ভাবতে লাগলাম,
এটাই কি সেই রাস্তা নয়,
যার এপার থেকে ওপার যেতে
লেগেযেত অনেকটা সময়?
তখন আবার ভাবলাম,
আমি কি সেই শহরেই আছি?

এটা রাতের শহর,
চারিদিকে চুপচাপ নিরবতা।
আবার মনে প্রশ্ন জাগল,
শহর কে প্রশ্ন করতে ইচ্ছে হল:
এ তোমার কেমন রূপ?
তুমি তো এতো চুপ থাকো না?

আবার ভাবতে থাকলাম,
ধীর পায়ে হেটে হেটে ভাবলাম,
তারপর...

আজ আমার কি হয়েছে?
রাতের রাস্তার মতো
কেন আমি নিরব?
কোনো উত্তর খুঁজে পাইনি।
তারপরও হাটতে থাকলাম,
শূণ্য রাস্তার মাঝদিয়ে,
অজানা গন্তব্যের দিকে।