Saturday, May 23, 2009

My Home in Chittagong, Bangladesh

Jewel's Sweet Home

My Home in Artillery Mord, Halishahar Road, Chittagong, Bangladesh.

From: Microsoft Virtual world.

Sunday, May 17, 2009

Summer’09 Semester Has Started

Our Summer’09 Semester has just started from today (17th May 2009). It is my 8th semester out of 12 semesters. In this semester I have taken the following courses:

  1. Bangladesh Studies (3 Credits)
  2. Business System Engineering (2 Credits)
  3. Digital Signal Processing (3 Credits)
  4. Digital Signal Processing Lab  (1 Credit)
  5. Numerical Analysis (3 Credits)
  6. Numerical Analysis Lab (1 Credit)

Total Credits: 13

During this semester Sunday  is the holyday of the weekend.

Saturday, May 16, 2009

না পাওয়ার বেদনা

না পাওয়ার বেদনা
হয়তো সেটা কষ্টের
হয়তো বা কঠিন যন্ত্রণার
সে যে না পাওয়াই বেদনা।

হয়তো লাগবে একা
শূণ্য হয়ে থাকবে বসে
দূর আকাশের পানে চেয়ে
ভীষণ যে লাগবে একা।

তবুও ভেবে নেবে মন
ভাল আছে সে যখন
স্বান্তনা শুধুই এমন
ভেবে ভেবে হয়তো ক্লান্ত এ মন।

Wednesday, May 6, 2009

একা একা এই বেশ থাকা

আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে গত ২রা মে। আজ ৬ই মে। সবাই ফাইনাল পরীক্ষার পর বাড়িতে যাই ঘুরতে। অথচ আমাকে পড়ে থাকতে হচ্ছে এখনো ঢাকায় একা। বাসায় কেউ নেয়। শুধু আমি একা। তবে একা থাকতে আমার মোটেও কষ্ট হচ্ছে না। দিব্যি কেটে যাচ্ছে আমার একাকিত্ব ভরা দিন গুলো। ইচ্ছে করলে পারতাম খালার বাসায় চলে যেতে। খুব একটা দূরে নয়। আবার ইচ্ছে করলেই যেতে পারতাম বন্ধুর বাসায়। থাকতে পারতাম যতদিন ইচ্ছে ততদিন। তবুও কেন যেন খুব একা থাকতে ইচ্ছে করছে। হয়তো আরো দু'তিনদিন থাকতে হবে একা। সারাদিন যখন আমার ছাত্রকে পড়াতে যাই তখন মুখ থেকে কথা বের হয়। তাছাড়া বাকিটা সময় কথা বলার মত কেউ নেয়। কথা বলছি অবস্য তবে সেটা মুখে নয়, এইযে হাতের দশটি আঙ্গুল নড়ে চড়ে কথা বলছে। চোখ দুটো মনিটরের সাথে কথা বলছে। মাঝে মাঝে নিজের সাথে নিজেই কথা বলছি মনে মনে।


সময় কাটানোর জন্য সারাদিন পড়ে থাকি ফেইসবুক এ। অপেক্ষায় থাকি বন্ধুদের জন্য। অপেক্ষা করি কারো কমেন্টস এর জন্য। ভাল লাগে অপেক্ষা করতে। অপেক্ষার প্রতিটি প্রহর আমি কল্পনার জগতে বসে কাটাই। কিছু কিছু মানুষের জন্য অপেক্ষা করতে খুব ভাল লাগে। ভাল লাগার মানুষগুলো কখন আসবে, কখন তাদের সাথে কথা বলব, এই সব চিন্তা ভাবনা করেই আমার দিনগুলো আমি খুব ভাল ভাবেই পার করছি।


আমি মুক্ত, আমি স্বাধীন
কন্ঠে আমার মুক্তির গান,
আমি তীব্র, আমি কঠিন
তবু নদীর মত শান্ত প্রাণ।

Saturday, May 2, 2009

Spring Semester Has Just Finished

আজ(২রা মে ২০০৯) আমার Spring'09 সেমিস্টার শেষ হল। Financial & Managerial Accounting পরীক্ষার মাধ্যমে শেষ হল সেমিস্টার। ২৫শে এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষা আজ শেষ হল। আসলে ফাইনাল পরীক্ষা ২৫শে এপ্রিল থেকে শুরু হলেও গত ১১ই এপ্রিল থেকে পরীক্ষার যেন একটা বন্যা বয়ে গেল। Class Test, Assignments, Presentations, Projects, Lab Finals উফ্! এত এত পরীক্ষা কিভাবে যে দিলাম আল্লাহ-ই ভাল জানে। ৯ থেকে ১২ই এপ্রিল ২০০৯ এ যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল তাতে খুব খাটতে হয়েছিল। পড়ার এতটুকু সময় পাইনি। এমনকি আমাকে ক্লাসও মিস দিতে হয়েছিল। আর তাতেই তো যত বিপত্তি হল। ১১ই এপ্রিল ২টা Class Tests দিলাম কোনো রকম প্রিপারেশন ছাড়াই। তবুও ভালই হয়েছিল।

১৩ই এপ্রিলের পর যখন বস্তা খানিক পড়া জমে গিয়েছিল তখন তো আমি যেন আকাশ থেকে পড়লাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত Library তে পড়াশুনা করে কোনো মতে সামলে নিয়েছিলাম। মিসড ক্লাস গুলো কাভার করতেই যা একটু সমস্যা হল।

অবশেষে সেমিস্টার ফাইনাল ভালই হল। ভাল রেসাল্ট আশা করছি।