Tuesday, July 29, 2008

My First Project Of Electronics

I am going to perform my first project in my life with "Light/Dark Sensor Circuit". It is given by my course teacher Md. Tanvir Hasan of Electronics II, Dept of ETE.

It's a simple circuit of application of Operational Amplifier. By the name one can realize that it's a sensor which works depending on light. For example, let a lamp is connected to this light/dark sensor place in a room. If the room has sufficiant light then the circuit be switched off. If the room is getting dark the sensor of the circuit detectes the darkness and be switched on and it supply the sufficiant power to the lamp so the lamp be switched on. This on/off function is occured automatically by the light/dark sensor circuit.

One can use this circuit in many sectors where light is used as a function.

It's a application of operational amplifier (IC 741). Here, If the light falls on LDR1 (Light Depending Resistor) then the relay is switched off and no output will be found. On the otherhand, if no light falls on LDR1 then the relay is switched on and it result a 12V output. Here the sensitivity of device can be controlled by P1 (Potentiometer). Here a diode D1 is used to prevent sparking of relay coil when it opens. By adding the capacitor C1, relay chatter is completely eliminated.

Reference: REUK.co.uk

Tuesday, July 22, 2008

ফিরে এসো হৃদয়ে

স্তব্ধ আমি নিশ্চুপ বসে একা
ভাবছি শুধু আজ তারি কথা?
মনে মনে তারি শুধু খুঁজি
হয়ত সে দিয়েছে মনে ব্যথা।

বোঝাতে চেয়েছিলাম অনেক কিছু
তবুও হয়ত পারি নি সব বোঝাতে
কোথায় যে সে হারিয়ে গেছে দূরে?
পারি নি, পারি নি তাকে আর ফেরাতে।

হয়ত সে আসবে না কোনো দিন
অবুঝ সে, বুঝল না আমাকে
ফিরে এসো এই হৃদয়ের মাঝে
জান না তুমি কত ভালবাসি তোমাকে।

Sunday, July 20, 2008

ভোরের স্বপ্ন

হঠাৎ ঘুম ভেঙে গেল,
দক্ষিণা বাতাস যেন দোল খাচ্ছে,
অজানা এক সুর যেন কাছে ডাকছে,
স্বপ্নিন জানালায় আজ কে এল?

মৃদু মৃদু নুপুরের ধ্বনি,
ঝংকার তোলে হৃদয় স্পন্দনে,
দু'চোখ আজ যেন তারি সন্ধানে,
শুধুই সেই ঝংকার শুনি।

সুরের ছন্দে গাঁ ভাসিয়ে,
সাদা মেঘের ভেলায় চড়ে,
রাঙাব আজি মন নতুন করে,
রঙধনুরই রঙে রাঙিয়ে।

হঠাৎ ঘুম ভেঙে গেল,
অস্থির মন ভাবে কি যেন,
কি ভেবেছিলাম? ভাবতেই মনে হল,
ওটা ভোরের স্বপ্ন ছিল।

Saturday, July 5, 2008

একটি শোক সংবাদ

পৃথিবীতে মানুষ আসে অতিথি হয়ে। সবাইকে  এক সময় না সময় চলে যেতে হবে। আমরাও চলে যাব এক সময়।

যাইহোক, গতকাল আমার এক বন্ধু রাসেলের নানী মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি ছিলেন সারমিনের দাদি। তিনি  অনেক দিন যাবত অসুস্থ ছিলেন। ৫/৬ মাস আগে আমি তাকে দেখেছিলাম। তখনো তিনি অসুস্থ ছিলেন। 

আমরা সবাই তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করছি।  আল্লাহ তাঁকে জান্নাত বাসি করুন। (আমিন)