Sunday, July 20, 2008

ভোরের স্বপ্ন

হঠাৎ ঘুম ভেঙে গেল,
দক্ষিণা বাতাস যেন দোল খাচ্ছে,
অজানা এক সুর যেন কাছে ডাকছে,
স্বপ্নিন জানালায় আজ কে এল?

মৃদু মৃদু নুপুরের ধ্বনি,
ঝংকার তোলে হৃদয় স্পন্দনে,
দু'চোখ আজ যেন তারি সন্ধানে,
শুধুই সেই ঝংকার শুনি।

সুরের ছন্দে গাঁ ভাসিয়ে,
সাদা মেঘের ভেলায় চড়ে,
রাঙাব আজি মন নতুন করে,
রঙধনুরই রঙে রাঙিয়ে।

হঠাৎ ঘুম ভেঙে গেল,
অস্থির মন ভাবে কি যেন,
কি ভেবেছিলাম? ভাবতেই মনে হল,
ওটা ভোরের স্বপ্ন ছিল।

No comments: