Friday, October 31, 2008

ঝড়ো হাওয়া

অজানা হাওয়া বয়ে চলেছে,
ক্লান্তিহীন হাওয়া বইছে,
ছন্ন ছাড়া হাওয়া,
কালো মেঘের এক অশুভ
প্রেতাত্মা আজ ভর করেছে,
শুধুই অজানায় ভেসে যাওয়া।

মরুভূমির রুক্ষ প্রান্তরে
মরিচিকার অব্যর্থ রসিকতা,
শুষ্ক তীব্র উত্তাপ,
ক্ষণে ক্ষণে তীব্র ধুলি ঝড়,
মরুভূমির অজানা ব্যকুলতা,
বয়ে চলা অভিসাপ।

দিগন্তহীন সমূদ্রেও আজ
মরুভূমির তান্ডবলীলা,
যেন তারা আপন দুটি ভাই,
উত্তাল ঢেউয়ের তীব্র রাজ
ছেড়া পালে ঝড়ো হাওয়া,
দিগ্বিদিক অজানায় ভেসে যাই।

কি লিখছি আমি এসব?
জানি না, জানি না কিছুই।
এলোমেলো একগুচ্ছ কল্পনা,
দু:স্বপ্নে আঁকা ছিন্ন অবয়ব।
হয়তো এটাই জীবন,
জীবনের ভিন্ন এক সঙ্গা।

No comments: