Monday, October 20, 2008

তোমাকেই বলছি

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
নদীর জলের শান্ত স্রোতে ভেসে,
হারিয়ে যাব অনেক দূরে শেষে,
নদীর ঢেউয়ে কাঁপবে নৌকা জোরে,
ভয়টি পেয়ে আসবে কাছে সরে।

তোমাকেই বলছে,
আমার সাথে যাবে?
অরণ্যের সেই গহিন সবুজ ঘরে,
গাইব দুজন পাখির সুরে সুরে,
শুকনো পাতায় হাঁটব কিছুক্ষণ,
মর মর ব্ধনি ভরিয়ে দেবে মন।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
সন্ধ্যে বেলার শান্ত সাগর তীরে,
ঢেউ গুলো সব ভাঙ্গবে ফিরে ফিরে,
শীতল হাওয়ায় বসব দুজন পাশে,
সূর্য তখন উঁকি দেবে আকাশে।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
শহরের এই থেকে ওই প্রান্তে সারাদিন,
রিকশায় চড়ে ঘুরব ক্লান্তিহীন।

সত্যি বলছি,
আমার সাথে যাবে?
ভালবাসার রংয়ে রঙ্গিন হব,
রঙ্গিন স্বপ্নে ঘর বাঁধব,
আসুক সেথায় হাজার রকম ঝড়,
ভালবাসার শক্তিই তখন-
করবে না তোমায় পর।

No comments: